মাদ্রাসা শিক্ষকদের বেতন কত? জেনে নিন

বাংলাদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মালম্বীদের দেশ এবং একই সাথে এদেশের বৃহৎ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের৷ সেজন্য এদেশে রয়েছে বিভিন্ন রকমের মাদ্রাসা এবং একই সাথে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। তবে অনেকেরই কৌতুহল একটি জায়গায় রয়েছে আর সেটি হল, মাদ্রাসা শিক্ষকদের বেতন?

এছাড়াও আপনি যদি কোন একটি মাদ্রাসাতে শিক্ষক হিসেবে জয়েন করেন, সেক্ষেত্রে এই মাদ্রাসা শিক্ষক হিসেবে জয়েন করার ক্ষেত্রে আপনি কত টাকা পেতে পারেন? অর্থাৎ প্রতি মাসে আপনি একজন মাদ্রাসা শিক্ষক হিসেবে কত টাকা বেতন পাবেন?

মাদ্রাসা শিক্ষকদের বেতন কত?

একজন মাদ্রাসা শিক্ষকের বেতন কত টাকা হবে সেটি অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করবে। আর এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো হল:

  • সেই ব্যক্তি কোন মাদ্রাসায় চাকরি করছেন।
  • প্রতিষ্ঠানের ধরন।
  • প্রতিষ্ঠানে থাকা ক্লাসসমূহ।
  • ব্যক্তির পদবী।

উপরে যে চারটি বিষয়ের কথা তুলে ধরা হয়েছে, সেগুলো উপরে নির্ভর করবে একজন মাদ্রাসা শিক্ষক হিসেবে আপনার বেতন কত টাকা হতে পারে।

এবার তাহলে এই সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানা যাক।

সেই ব্যক্তি কোন মাদ্রাসায় চাকরি করছেন

একজন মাদ্রাসা শিক্ষকের বেতন কত টাকা হবে তার সিংহভাগ নির্ভর করবে সেই ব্যক্তি কোন মাদ্রাসায় চাকরি করছেন। তিনি যদি বাংলাদেশের প্রথম শ্রেণীর কোন একটি মাদ্রাসায় চাকরি করেন সেক্ষেত্রে সেখান থেকে তিনি যেই বেতন পাবেন, দ্বিতীয় মাদ্রাসা থেকে চাকরি করলে সেই বেতন পাওয়া সম্ভব নয়।

সেক্ষেত্রে যে কেউ যত বড় মাদ্রাসায় চাকরি করবে তার বেতন তত বেশি হবে। এবং এই বেতনের হিসাব শুরু হবে ১০,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তার স্কিলের উপরে।

প্রতিষ্ঠানের ধরন

এই বিষয়টি উপরে তুলে ধরা হয়েছে। অর্থাৎ কোন প্রতিষ্ঠানে চাকরি করছেন সেটার উপরে নির্ভর করবে আপনার বেতনের হিসাব কত টাকা হবে।

প্রতিষ্ঠানে থাকা ক্লাসসমূহ

যদি কোন একটি মাদ্রাসা, পঞ্চম শ্রেণী পর্যন্ত থাকে তাহলে সেই মাদ্রাসাতে চাকরি করার পরিবর্তে আপনি যত টাকা পাবেন কোন একটি মাদ্রাসা যদি মাস্টার্স পর্যন্ত থাকে সেই মাদ্রাসাতে চাকরি করার পরিবর্তে আপনি তার চেয়ে বেশি টাকা পাবেন।

যে সমস্ত মাদ্রাসাতে পঞ্চম শ্রেণী পর্যন্ত, শিক্ষার কার্যক্রম রয়েছে সে সমস্ত মাদ্রাসাতে একজন শিক্ষকের বেতন কাঠামো সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে শুরু হয়। এবং মাস্টার্স পড়ানো যে সমস্ত শিক্ষক রয়েছে তাদের বেতন কাঠামো সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরু হতে পারে।

তবে অবস্থা বেঁধে এই হিসাব কম বেশি হতে পারে।

ব্যক্তির পদবী

এছাড়াও কোন একটি শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা মাদ্রাসা প্রতিষ্ঠানের যে সমস্ত, শিক্ষকবৃন্দ রয়েছেন তাদের বর্তমান পদবীর উপরে নির্ভর করবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওই ব্যক্তি কত টাকা বেতন পাবেন।

যেমন, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের যে ব্যক্তি অধ্যক্ষ থাকবেন সেই ব্যক্তির বেতন ৩০,০০০ টাকা থাকতে পারে। কিংবা তার চেয়ে কম বেশি হতে পারে। তবে একজন শিক্ষকের বেতন, ৮ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে হয়ে থাকে।

যদিও মাদ্রাসার ধরন এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে এই টাকার হিসাব কম বেশি হতে পারে।

আরো পড়ুন: ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top